ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে খেলার মাঠে মিললো নারীর গলাকাটা মরদেহ

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০১:০২ পিএম, ১৭ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে রোজিনা (৩৪) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকায় খেলার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজিনা ঢাকার মিরপুরের দক্ষিণ কোটবাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে। তার জন্মস্থান নারায়ণগঞ্জে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জাগো নিউজকে বলেন, সকালে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে ফোন দিয়ে জানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। নিহতের সঙ্গে থাকা স্মার্টকার্ডের মাধ্যমে পরিচয় জানা সম্ভব হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে সোনারগাঁ থানায় আনা হয়েছে। কিছুক্ষণ পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস