ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে এক যুগ পর পর্দা উঠলো রাজ তিলকের

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২৩

প্রায় এক যুগ পর রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালী বাজারে অনুষ্ঠনিকভাবে উদ্বোধন করা হলো ‘রাজ তিলক’ সিনেমা হলের। উদ্বোধনীর দিনে ‘হাওয়া’ সিনেমা প্রদর্শন করা হয়।

এর আগে ২০১২ সালে ‘কমন জেন্ডার’ সিনেমা চলাকালে শহরের অদূরে পবার কাটাখালী বাজারের পুরনো রাজ তিলক হলটি বন্ধ হয়ে যায়।

রাজ তিলক সিনেমা হলের প্রডাকশন ম্যানেজার সাজ্জাদ হোসেন সাগর বলেন, হলটি বন্ধের পর মো. রুম্মান নামের একজন কিনে নেন। কিন্তু তিনিও হলটি চালু রাখতে পারেননি। দীর্ঘ দিন এমন অবস্থায় পড়ে ছিল। এবার তার কাছ থেকে আমি হলটি নিয়ে চালুর উদ্যোগ নেয়।

তিনি আরও বলেন, হলটি নতুন করে চালু করা হয়েছে। আজ হাওয়া সিনেমা প্রদর্শন হয়েছে। বিকেলের শো দিয়ে হলটি চালু হলো। প্রায় ১২ বছর পর এই হলের পর্দা উন্মোচন হলো। প্রথম দিনে ভালো দর্শক হয়েছে। আশা করছি আগামীতে ভালো চলবে। প্রথম শোতে ৫০৮টি সিটের প্রায় সবগুলোই ফুল ছিলো।

এদিকে, দীর্ঘদিন পর হল পেয়ে বেশ উচ্ছ্বসিত রাজশাহীবাসী। একটু দূরে হলেও হলে গিয়ে সিনেমা দেখেছেন তারা।

নগরীর অলুপট্টি এলাকার থেকে সিনেমা দেখতে এসেছেন রকিবুল ও তার বন্ধুরা। তারা বলেন, হাওয়া দেখার জন্য রাজশাহীতে মানববন্ধন হয়েছে। সেই হাওয়া আজকে রাজশাহীতে দেখার সুযোগ মিললো। এর আগে সিনেপ্লেক্স এসেছে। তবে সেখানে আমাদের মত ছাত্রদের দেখার সুযোগ ছিলো না। কারণ টিকিটের দাম আনেক বেশি। তাই আজকে এখানে এসে সিনেমা দেখলাম।

কাটাখালি এলাকার বাসিন্দা সুমন আলী বলেন, আজ হল চালু হলো। এই হলে আনেক আগে সিনেমা দেখেছি। আবারও দেখতো পাবো বলে আশা করিনি। তবে আজ যখন শুরু হলো এখানে সিনেমা দেখতে আসলাম। বেশ ভালো লেগেছে।

সাখাওয়াত হোসেন/এএইচ/এএসএম