কক্সবাজারে অপহৃত কলেজছাত্রসহ ৭ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অপহরণের ৩০ ঘণ্টা পর কলেজ শিক্ষার্থীসহ সাত জনকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের ৬ নম্বর ওয়ার্ড জাহাজপুরার গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
তবে মুক্তিপণ পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভিকটিমের পরিবার।
উদ্ধার ভিকটিমরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জাহাজপুরা এলাকার চকিদার ইসহাকের ছেলে কলেজ শিক্ষার্থী গিয়াস উদ্দিন (১৮), মৃত বশির আহমদের ছেলে ফজল করিম (৩৭), জাফর আলমের ছেলে জায়নুল ইসলাম (৪০), মৃত হায়দর আলী ছেলে রশিদ আলম (২৮), জাফর আলম (৪০), নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ (২২) ও জাফর আলমের ছেলে জাবরুল ইসলাম (৩৫)।

ভিকটিম জায়নুলের স্ত্রী দিলারা বেগম বলেন, আমার স্বামীসহ অপহৃত অন্যান্যদের উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা করে আসছিল। অভিযান চললেও অপহরণকারীরা তাদের কল করে হুমকি দিয়ে আসছিলেন। তাদের ফেরত পেতে মুক্তিপণের টাকা দিতে চাপ দেয়। পড়ে স্বামীকে জীবিত ফেরত পেতে ৫০ হাজার টাকা দিয়েছি। খবর পেয়েছি বাকিরাও ৫০ হাজার করে সাড়ে ৩ লাখ টাকা অপহরণকারীদের কাছে পাঠানোর পর তাদের পাহাড়ের ভেতর একটি জায়গায় ছেড়ে দিয়ে গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, এক কলেজছাত্রসহ ছয়জন অপহরণের শিকার হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় ডিবি ও পুলিশের একটি টিম জাহাজপুরা পাহাড়ে ভেতর অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমদের উদ্ধার করে।
তিনি আরও জানান, আমাদের অভিযানে ভীত হয়ে অপহরণকারীরা তাদের ছেড়ে দিয়েছে। গোপনে তারা টাকা দিয়ে থাকলে আমাদের করার কিছু নেই।
সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম