ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা

প্রকাশিত: ০২:৫১ এএম, ০৩ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা মামলার প্রধান আসামিকে ছিনিয়ে নেয়ার সময় সিআইডি সদস্যদের সঙ্গে ওই আসামির সহযোগীদের ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ওই সময়ে সিআইডির উপর চাপ প্রয়োগ করতে সড়কে আগুন দেয়াসহ অবরোধের চেষ্টা করে আসামির লোকজন।
 
বুধবার রাত সাড়ে ১২ টায় ফতুল্লার পাগলা শাহীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে সন্ত্রাসী মাহাবুব সন্ত্রাসী মিরু বাহিনীর সদস্য বলে এলাকাবাসী জানিয়েছেন।
 
জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে পাগলা শাহীবাজার এলাকায় একটি স্যাটেলাইট ডিশ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী শাহজাহানকে পিটিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী আশা আক্তার বাদী হয়ে মাহবুবকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বুধবার রাত সাড়ে ১২ টায় ঢাকা থেকে সিআইডির একটি দল হত্যা মামলার প্রধান আসামি মাহাবুবকে শাহীবাজার এলাকা হতে গ্রেফতার করার সময় তার সহযোগীরা বাধা দেয়। এক পর্যায়ে আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় সিআইডির সঙ্গে সন্ত্রাসীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই সময় লোকজন স্থানীয় সড়কও অবরোধ করে। তারা এলাকার সড়কে আগুন দেয় ও বিক্ষোভ দেখাতে থাকে।
 
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল মাহবুবকে গ্রেফতার করে নিয়ে গেছে। তখন তার লোকজন বাধা ও সড়ক অবরোধের চেষ্টা করে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
শাহাদাত হোসেন/এসএস/আরআইপি