ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে ৮ মাসে ২০২টি মাদক মামলা

প্রকাশিত: ০৪:০৯ এএম, ০৩ মার্চ ২০১৬

ঈশ্বরদী থানায় গত ৮ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২টি মামলা দায়ের হয়েছে। আর এসব মামলায় ভ্রাম্যমাণ আদালত ৩২৮ জনের সাজা দিয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে।

থানার একটি সূত্র জানায়, গত ৪০ বছরে এত পরিমাণ মাদকের মামলা এই থানায় হয়নি। মামলাগুলোর মধ্যে বেশি ছিল ইয়াবা ও হেরোইনের। ঈশ্বরদীসহ পাবনা জেলায় মাদকের ভয়াবহ বিস্তার প্রতিরোধে পুলিশি ভূমিকার কারণে ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেফতারের সংখ্যা বেড়েছে। গত জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এ উপজেলায় গড়ে প্রতি মাসে মামলা হয় ২৫টি করে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে হয়েছে ৩৯টি মামলা।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, ৬ মাস আগে শহরের প্রবেশ মুখে রাস্তায় বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। গ্রেফতারের ৭ দিনের মধ্যে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হচ্ছে। ফলে মামলার সংখ্যা বাড়ছে। ২ মার্চ জিয়াউল হক ওরফে লাদেন জিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর বিরুদ্ধে আগে দুটি অস্ত্র মামলা আছে।

আলাউদ্দিন আহমেদ/এসএস/আরআইপি