ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভাড়া নিয়ে দ্বন্দ্বে ভ্যানচালকের ঘুসিতে যাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২০ মার্চ ২০২৩

মাত্র পাঁচ টাকার জন্য কথা কাটাকাটির এক পর্যায়ে যাত্রীকে ঘুসি মারেন ভ্যানচালক। এতে প্রাণ হারিয়েছেন ওই যাত্রী। রোববার (১৯ মার্চ) রাতে সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়নের মোচড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মোমরেজুল ইসলাম (৫২) মোচড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এছাড়া ভ্যানচালক মিন্টু (৩৫) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় বল্লী ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম মনি জাগো নিউজকে জানান, রোববার রাত ৮টার দিকে আখড়াখোলা বাজার থেকে মিন্টুর ভ্যানে চড়ে মোচড়া গ্রামে যান মোমরেজুল ইসলাম। গন্তব্যে পৌঁছে তিনি ভ্যানচালককে পাঁচ টাকা ভাড়া দেন। কিন্তু ভ্যানচালক মিন্টু ১০ টাকা ভাড়া দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভ্যানচালক মিন্টু যাত্রী মোমরেজুলকে ঘুসি দেন।

এতে মোমরেজুল অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মোমরেজুল ইসলামের মৃত্যু হয়। 

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ জাগো নিউজকে বলেন, ভ্যানচালকের সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহসানুর রহমান রাজীব/এফএ/এমএস