ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৩ মার্চ ২০১৬

যশোরের শার্শায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলার ত্রিমোহিনী শ্যামলাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার মন্ডল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলমুখী সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৬৮২২) একটি বাসের সঙ্গে বেনাপোল থেকে যশোরগামী লোকাল বাসের (ঢাকা মেট্রো জ ১১-০৮৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মারাত্মক আহত হয় সোহাগ পরিবহনের যাত্রী ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের আমির হোসেনের ছেলে সাগর হোসেন (২৫), বেনাপোলের মেহের আলীর ছেলে মফিজুর রহমান (৩৫) ও কবির হোসেন (৪০) ও বাপ্পী হোসেনক (২৩)। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সংঘর্ষে লোকাল বাসের চালকসহ অন্তত ১৬ জন আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Bus-Accident

নাভরণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়কে পড়ে থাকায় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

জামাল হোসেন/এসএস/আরআইপি