যশোরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
যশোরের শার্শায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলার ত্রিমোহিনী শ্যামলাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার মন্ডল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলমুখী সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৬৮২২) একটি বাসের সঙ্গে বেনাপোল থেকে যশোরগামী লোকাল বাসের (ঢাকা মেট্রো জ ১১-০৮৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মারাত্মক আহত হয় সোহাগ পরিবহনের যাত্রী ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের আমির হোসেনের ছেলে সাগর হোসেন (২৫), বেনাপোলের মেহের আলীর ছেলে মফিজুর রহমান (৩৫) ও কবির হোসেন (৪০) ও বাপ্পী হোসেনক (২৩)। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সংঘর্ষে লোকাল বাসের চালকসহ অন্তত ১৬ জন আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
নাভরণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়কে পড়ে থাকায় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
জামাল হোসেন/এসএস/আরআইপি