ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই প্রার্থী নির্বাচিত

প্রকাশিত: ১০:০০ এএম, ০৩ মার্চ ২০১৬

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে ও সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ২ জন সদস্য প্রার্থী বিনা  প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত প্রার্থীরা হলেন, ১ নং ওয়ার্ডের পুরুষ সদস্য প্রার্থী মো. ওমর ফারুক শেখ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মোসা. সুরাইয়া আক্তার হ্যাপী।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান খান জানান, প্রার্থী ওমর ফারুক প্রতিপক্ষ হিসেবে কোনো প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করায় এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মোসা. সুরাইয়া আক্তার হ্যাপীর প্রতিপক্ষের মনোনয়ন পত্র বাতিল হওয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বৃহস্পতিবার এক গনবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের দু’জনকে বিনা  প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
 
প্রতিক্রিয়া ব্যক্ত করে ওমর ফারুক শেখ সাংবাদিকদের জানান, গত ইউপি নির্বাচনে আমি এই ওয়ার্ডে সদস্য পদে জয়লাভ করি এবং এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করি। এতে এলাকার জনগনের সমর্থনে আমার প্রতিপক্ষ হিসেবে কেউ মনোয়ন পত্র জমা না দেয়ায় এবার আমি বিনা  প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় দ্বিতীয় বারের মতো শারিকতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি।

হাসান মামুন/এফএ/পিআর