চুয়াডাঙ্গায় পচা খেজুর বিক্রি, জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগরে পচা খেজুর বিক্রির দায়ে দুই দোকান এবং নিম্নমানের সরিষা দিয়ে তেল উৎপাদন করায় এক কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় পৃথক স্থানে সহকারী কমিশনার তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করেন।

এর মধ্যে জীবননগর বাজার এলাকার গুড়পট্টিতে মান্নান স্টোরে পচা খেজুর বিক্রির অপরাধে দোকানি মাসুম আহম্মেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় পাশে পচা খেজুর বিক্রির অপরাধে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সবশেষ পৌর এলাকার বসুতিপাড়ায় নাসিম অয়েল মিলে অভিযান চালিয়ে নিম্নমানের সরিষা দিয়ে তেল উৎপাদন করায় মিল মালিক নাসিম আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জীবননগরের সহকারী কমিশনার তিথি মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসময় থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহায়তা করে।
এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মানিকগঞ্জের ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
- ২ ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টা ধরে সংঘর্ষ
- ৩ পানি সংকটে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র, উৎপাদন নেমেছে ৪৬ মেগাওয়াটে
- ৪ বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
- ৫ মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে আটক সাবেক যুবলীগ নেতা