ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক সেবনে বাধা দেয়ায় শিক্ষককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৩ মার্চ ২০১৬

ফরিদপুরের সালথায় বেলায়েত হোসেন ওরফে দুলাল (৪৫) নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল স্থানীয় জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার শিহিপুর গ্রামের মৃত মোহাম্মদ হোসেন মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা ও সেবনে বাধা দেয়ায় প্রতিবেশি লিটন মোল্যা নামের এক মাদকাসক্ত ব্যক্তি তার ওপর অতর্কিতভাবে হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এস.এম.তরুন/এআরএ/পিআর