ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুরি হওয়া ২ ষাঁড় গৃহস্থকে বুঝিয়ে দিলো পুলিশ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৪ মার্চ ২০২৩

প্রতিদিনের মতো গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে যান কৃষক হুমায়ন ও কবির সেখ। সকালে উঠে দেখেন তাদের গোয়ালঘরে গরু নেই। বিভিন্ন জায়গায় খুঁজেও না পেয়ে দুজন থানায় অভিযোগ করেন। পুলিশের চেষ্টায় ছয় দিন পর গরু ফিরে পেয়ে খুব আনন্দিত ওই দুই গৃহস্থ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে উদ্ধার হওয়া ষাঁড় গরু দুটি ওই মালিকের কাছে হস্তান্তর করা হয়। কৃষক হুমায়ন ও কবির সেখ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের গুয়াখড়া গ্রামের বাসিন্দা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জাগো নিউজকে বলেন, ১৭ মার্চ সয়দাবাদ ইউনিয়নের চর সায়দাবাদ গ্রাম থেকে চুরি হওয়া দুটি ষাঁড় উদ্ধার করা হয়। কিন্তু প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে কাজীপুর থানার মাধ্যমে জানা যায় ওই এলাকায় দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই দুই ব্যক্তিদের চুরি হওয়া গরুর বিবরণ শুনে তাদের প্রকৃত মালিক শনাক্ত করা হয়। আদালতের মাধ্যমে তাদের গরু দুটি বুঝিয়ে দেওয়া হয়।

এম এ মালেক/এসজে/এমএস