ফেসবুক দেখে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন চিকিৎসক
দুর্গম পাহাড়ী জনপদ গোমতি থেকে চার কিলোমিটার দূরের তাকারমনি পাড়া থেকে প্রতিদিন হেঁটে গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে আসে ৮ম শ্রেণির শিক্ষার্থী আনিতা ত্রিপুরা। আড়াই কিলোমিটার দূরের তাইফা গ্রাম থেকে একই স্কুলে আসে ফারজানা রিতু। সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভ দেখে এমনই পাঁচ শিক্ষার্থীকে সাইকেল উপহার দেওয়া হয়েছে।
শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে তাদের হাতে সাইকেল তুলে দেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল দে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. পরাগ দে।
এসময় গোমতি ইউপি চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন, গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নির্মল ত্রিপুরাসহ শিক্ষার্থীও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সাইকেল উপহার পেয়ে পিতৃহীন আনিতা ত্রিপুরা জানায়, স্কুলে আসতে চার কিলোমিটার পথ কখনো হেঁটে আবার কখনো ভাড়ায় চালিত মোটরসাইকেলে আসতে হতো। দিনমজুর মা প্রতিদিন টাকা দিতে পারতেন না বলে বেশিরভাগ সময়ই হেঁটে স্কুলে আসি। সাইকেল পেয়ে এতদিনের কষ্ট শেষ হলো।
আরেক শিক্ষার্থী সামারী ত্রিপুরা বলেন, সাইকেল পেয়ে ভালো লাগছে। এখন লেখাপড়ায় আর ব্যাঘাত ঘটবে না।
তাইফার ফারজানা রিতু নামের আরেক শিক্ষার্থী জানায়, আমাকে আসতে আর কষ্ট করতে হবে না। এখন সাইকেল চালিয়ে স্কুলে চলে যাবো।
সন্তানদের হাতে সাইকেল তুলে দেওয়ায় ডা. পরাগ দে’র প্রতি কৃতজ্ঞতা জানান অভিভাবক খলিলুর রহমান ও কুবালা ত্রিপুরা।
গোমতি ইউপি চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন বলেন, এমন উদ্যোগের ফলে দূর-দূরান্ত থেকে হেঁটে স্কুলে মেধাবী শিক্ষার্থীরা উৎসাহিত করবে।
গোমতির দুর্গম এলাকা থেকে শিক্ষার্থীরা হেঁটে স্কুলে আসছে সামাজিক মাধ্যম ফেসবুকে এমন তথ্য জানার পর শিক্ষার্থীদের নিজের বাবার নামে গড়া ফাউন্ডেশন থেকে সাইকেল দেওয়ার উদ্যোগ নেয়া হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুরির অভিযোগে তিনজন আটক, ব্রিটিশ পাসপোর্ট-স্বর্ণালংকার উদ্ধার
- ২ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ৩ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৪ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী
- ৫ মাগুরায় বেড়েছে শীতের তীব্রতা, ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম