স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি
সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট করে হত্যার দায়ে মোস্তফা বিশ্বাস নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৭ মার্চ) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম এ রায় ঘোষণা করেন।
আসামি মোস্তফা বিশ্বাস সাতক্ষীরার তালা উপজেলার রঘুনাথপুর গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) জহুরুল হায়দার জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৯ সালের ১৬ জুলাই স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা যৌতুক দাবিতে স্ত্রী শিউলী খাতুনকে (১৯) পিটিয়ে হত্যা করেন মোস্তফা বিশ্বাস (২৫)। এরআগে বিয়ের পর থেকেই অর্থ ও স্বর্ণালঙ্কারের জন্য নির্যাতন চালাতেন তিনি। এ ঘটনায় করা মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।
আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মানিকগঞ্জের ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
- ২ ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টা ধরে সংঘর্ষ
- ৩ পানি সংকটে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র, উৎপাদন নেমেছে ৪৬ মেগাওয়াটে
- ৪ বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
- ৫ মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে আটক সাবেক যুবলীগ নেতা