ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ে
গাড়ির গতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান, দুই দিনে ৩৪৩ মামলা
অতিরিক্ত গতি হলেই মামলা দিচ্ছে পুলিশ
ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে চার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশের মাদারীপুর জোন। সোমবার (২৭ মার্চ) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত। অতিরিক্ত গতিতে যানবাহন চালানোর দায়ে দুদিনে ৩৪৩টি মামলা হয়েছে। ফলে স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করেছে যানবাহন।
ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে ১০ সদস্যের চারটি টিম করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল টোল প্লাজা থেকে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার মহাসড়কে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করছে টিমগুলো। তাদের কার্যক্রম তদারকি করছেন পুলিশ সুপার মো. মাহবুবুল আলম। সোমবার ১৯৬টি মামলা হয়েছে এবং মঙ্গলবার ১৪৭টি মামলা হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলা ফেরাতে এ বিশেষ অভিযান। এতে চালকদের সচেতন করার পাশাপাশি আইন ভঙ্গ করে কেউ অতি গতিতে গাড়ি চালালে মামলা দিয়ে শাস্তির আওতায় আনা হচ্ছে।
তিনি আরও বলেন, এ অভিযান বেশ ফলদায়ক হয়েছে। দুদিনের অভিযানেই সড়কে শৃঙ্খলা ফিরেছে। এ অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অধিকাংশ চালকই স্বাভাবিক গতিতেই গাড়ি চালাচ্ছেন।
এন কে বি নয়ন/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দেবেন: এ্যানি
- ২ বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা
- ৩ একদিনের ব্যবধানে ফের শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, চলবে কয়েকদিন
- ৪ সুন্দরবনে পর্যটক ও রিসোর্ট মালিককে অপহরণের ঘটনায় আটক ৬
- ৫ চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যের সঙ্গে অশালীন আচরণ-হুমকি, আটক তিন