ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খালে গোসলে নেমে মামা-ভাগনের মৃত্যু

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ২৯ মার্চ ২০২৩

পিরোজপুরের ভান্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগনে। বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পশ্চিম ইকড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলো- ওই এলাকার গণির ছেলে হাসিবুল মোল্লা (১২) এবং তেলিখালী ইউনিয়নের এসমাইল হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ আলী (১০)।

নুর মোহাম্মদ আলীর নানা হালিম মোল্লা জানায়, ওই দিন দুপুর দেড়টার দিকে তারা বাড়ির সামনের খালে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে খাল থেকে দুজনকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. অমিত হাসান বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরএইচ/এএসএম