ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০৪ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে সুমা রানী দাস (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার রাত সাড়ে ৮ টায় ফতুল্লার শীর্ষমহলে এ ঘটনা ঘটে। নিহত সুমা শীর্ষমহল এলাকার নিমাই চস্ত্রীর দাসের বড় মেয়ে।

জানা যায়, নিমাই চন্দ্র কামারের কাজ করেন। তার স্ত্রী ঝর্ণা রানী এক বছর পূর্বে অভিমান করে ২ মেয়ে এক ছেলেকে নিয়ে বাবার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর গ্রামে চলে যায়। এক মাস পূর্বে সুমা তার বাবার কাছে শীর্ষমহল আসে। প্রায় সময় সুমা রানী তার বাবার কাছে মায়ের বিষয় আলাপ করলে তাদের মধ্যে তর্কবির্তকের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই ইকবাল হোসেন জাগো নিউজকে জানান, ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে সুমা’র লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগ পারিবারিক কলহে সুমা’র আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শাহাদাত হোসেন/জেএইচ