যশোরে প্রতিবন্ধীকে গণধর্ষণ
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে যশোরে এক শারীরিক প্রতিবন্ধী তরুণী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোবারককাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে ওই তরুণীর বাবা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
আসামিরা হলেন, সদর উপজেলার মোবারককাঠি গ্রামের কওছার আলী ঝুলার ছেলে জাকারিয়া (২৫), পুটের ছেলে রাশেদ (২৪) ও শাকের ছেলে রাসেল (২৪)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদীর মেয়ে একজন শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। গত ৩ মার্চ রাত সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে মুখ চেপে ধরে এলাকার প্রফেসরের পরিত্যক্ত ইট ভাটায় নিয়ে যায়। এরপর তারা তিনজনে পালাক্রমে যুবতীকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সকলে পালিয়ে চলে যায়। তবে বৈদ্যুতিক আলোয় ওই ধর্ষকদের দেখে চিনে ফেলেন প্রতিবেশিরা। এ ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন আসামি আটক হয়নি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যাম লাল নাথ বলেন, নির্যাতনের শিকার মেয়েটিকে হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নেয়া হয়েছিল। শুক্রবার হওয়ায় পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশের জিম্মায় রাখা হয়েছে। আর এ মামলার আসামিদের আটকের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
মিলন রহমান/জেএইচ