চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো যুবকের
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় মঈনুদ্দিন হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৩১ মার্চ) রাতে উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মঈনুদ্দিন হোসেন উপজেলার কুতুবপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহেদ বলেন, শুক্রবার রাতে দুই যুবক মোটরসাইকেল যোগে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেল যোগে দামুড়হুদায় আসছিলেন। তারা আরামডাঙ্গার বটতলা মোড়ে পৌঁছালে উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটিবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মঈনুদ্দিন হোসেন মারা যায়। আহত হাসিবুলকে স্থানীয়রা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হুসাইন মালিক/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মানিকগঞ্জের ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
- ২ ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টা ধরে সংঘর্ষ
- ৩ পানি সংকটে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র, উৎপাদন নেমেছে ৪৬ মেগাওয়াটে
- ৪ বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
- ৫ মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে আটক সাবেক যুবলীগ নেতা