নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক
বান্দরবানের নাইক্ষংছড়িতে সন্দেহজনক ঘুরাঘুরির সময় সুধীর (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (৩১ মার্চ) উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
সুধীর ভারতের উত্তর প্রদেশের বিমলের ছেলে। তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
আরও পেড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় তিন ভারতীয় নাগরিক আটক
এর আগে মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তের চাকঢালা এলাকার আমতলী মাঠ থেকে অম্বর থাপা বুরা (২৪) নামের নেপালি এক নাগরিককে আটক করে বিজিবি।
বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তে সন্দেহজনক ঘুরাঘুরির সময় এক ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামায়। এসময় জিজ্ঞাসাবাদে অসংলগ্ন থাকায় তাকে আটক করা হয়।
সুধীরের কাছে পাসপোর্টসহ কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তিনি হিন্দিতে কথা বলছিলেন। আর ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানান।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, শুক্রবার রাতে সীমান্তে আটক ভারতীয় এক নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে বিজিবির এক সদস্য বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করেন।
সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মানিকগঞ্জের ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
- ২ ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টা ধরে সংঘর্ষ
- ৩ পানি সংকটে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র, উৎপাদন নেমেছে ৪৬ মেগাওয়াটে
- ৪ বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
- ৫ মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে আটক সাবেক যুবলীগ নেতা