ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে ২ পরীক্ষার্থীর কারাদণ্ড

প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৫ মার্চ ২০১৬

কুমিল্লায় পরীক্ষা চলাকালে কর্তব্যরত শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে ২ পরীক্ষার্থীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার নগরীর কুমিল্লা সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার সদর দক্ষিণ উপজেলার রামপুর গ্রামের নুরুজ্জামান খানের ছেলে রাশেদ খান ও মুরাদনগর উপজেলার পীরকাশেমপুর গ্রামের তোফায়েল আহমদের ছেলে ফজলে রাব্বী।

লাঞ্ছিত শিক্ষক ও কলেজ সূত্রে জানা যায়, শনিবার কুমিল্লা সরকারি কলেজে বিএড পরীক্ষা চলাকালে সকাল ১০টার দিকে একটি হলের কয়েকজন পরীক্ষার্থী তাদের নিজ নিজ আসনের পরিবর্তে অন্য আসনে বসে। এ সময় ওই হলের কর্তব্যরত ও কুমিল্লা সরকারি কলেজের জীববিদ্যা বিভাগের শিক্ষক সোহেল রানা তাদের শৃঙ্খলা ভঙ্গ না করে নিজ নিজ আসনে বসে পরীক্ষা দেয়ার জন্য বলেন। এতে রাশেদ খান (২২) ও ফজলে রাব্বীসহ (২৩) কয়েকজন পরীক্ষার্থী ওই শিক্ষকের উপর চড়াও হয় এবং এক পর্যায়ে তাকে কিল-ঘুষিসহ লাঞ্ছিত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কলেজের শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে ওই ২ জনকে আটক করে।

দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিমুল এহসান জানান, পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষককে দায়িত্ব পালনে বাধা দেয়া ও লাঞ্ছিত করার দায়ে আটক রাশেদ খান ও ফজলে রাব্বীকে এক মাস করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/এবিএস