২৫ সেকেন্ডে দুই লাখ টাকা ও ১২ ভরি সোনা নিয়ে লাপাত্তা চোর
বরগুনার তালতলীতে দিনদুপুরে একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মাত্র ২৫ সেকেন্ডের ব্যবধানে ক্যাশবাক্স থেকে নগদ দুই লাখ টাকা ও ১০ থেকে ১২ ভরি সোনা নিয়ে পালিয়ে যায় চোর।
রোববার (২ এপ্রিল) দুপুর ১টা ৫১ মিনিটে তালতলী বাজারের বিশ্বজিৎ কর্মকারের জুয়েলারি দোকানে এ চুরির ঘটনা ঘটে।

দোকানে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করে দেখা যায়, দোকানের মালিক বিশ্বজিৎ কর্মকার তার দোকানে থাকা তিনটি চায়ের কাপ দোকানের পেছনে তার বাসায় দিতে গেছেন। ঠিক এ মুহূর্তে দোকানে ঢুকে চোর চক্রের এক সদস্য ক্যাশবাক্স থেকে নগদ দুই লাখ টাকা ও ১০-১২ ভরি সোনা নিয়ে চলে যান। টাকা ও সোনা নিতে ওই চোর মাত্র ২৫ সেকেন্ড সময় নেয়।
বিশ্বজিৎ কর্মকার বলেন, ‘আমার দোকানে তিনটি চায়ের কাপ জমা হয়েছে। কাপ তিনটি দোকানের পেছনে বাসায় দিয়ে আসার জন্য যাই। এ সুযোগে মাত্র ২৫ সেকেন্ডের মধ্যে আমার ক্যাশবাক্স থেকে নগদ দুই লাখ টাকা ও ১০-১২ ভরি সোনা নিয়ে পালিয়ে যায় চোর।’

তালতলী বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফারুক বলেন, চোর চক্রটি দ্রুত শনাক্ত করা না গেলে তালতলী বাজারের ব্যবসায়ীরা অনিরাপদ। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোকানমালিককে অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর/জিকেএস