ঈদ পোশাকের মূল্যবৃদ্ধি, ‘টার্গেট’ শো-রুমকে জরিমানা
নোয়াখালীতে ঈদ সামনে রেখে পোশাক ও কসমেটিকের অতিরিক্ত মূল্য নেওয়ায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২ এপ্রিল) দুপুরে মাইজদীর ‘টার্গেট’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের শো-রুমে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।
তিনি জাগো নিউজকে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মাইজদীর টার্গেট শো-রুমে অভিযান চালানো হয়। এতে পোশাক ও কসমেটিকের মূল্যবৃদ্ধির প্রমাণ মেলে। পরে তাদের ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকারের কর্মকর্তা ছাড়াও জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলীসহ সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মিছিল, জানেন না জামায়াতের প্রার্থী
- ২ দিপু হত্যায় সক্রিয় ভূমিকা রাখেন এরশাদ, মোবাইল উদ্ধার
- ৩ সিরাজগঞ্জে নবজাতক শিশুকে গলা কেটে হত্যা, আত্মগোপনে মা
- ৪ এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ভৈরবে শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫ সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ, অফিস সহকারী গ্রেফতার