ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চোরাই ৩ মোটরসাইকেলসহ আটক ৬ যুবক

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৩ এপ্রিল ২০২৩

চুয়াডাঙ্গা থেকে চুরি হওয়ায় তিন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরচক্রের ছয় সদস্যকে আটক করা হয়।

রোববার (২ এপ্রিল) রাত ও সোমবার (৩ এপ্রিল) ভোরে যশোর ও মাগুরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যশোর কোতোয়ালি থানা এলাকার চাঁদপাড়ার গোলাম মোস্তফা শেখের ছেলে আল আমিন (৩৪), টিপু শেখের ছেলে জুয়েল রানা(৩৩), দক্ষিণপাড়ার মৃত ইছাহাক আলী হাওলাদারের ছেলে আবু হানিফ হাওলাদার (৫৫), মাগুরার মোহাম্মদপুর উপজেলার মাইজপাড়ার মৃত হাবিল মোল্লার ছেলে সেলিম মোল্লা (২৫), পারভাটপাড়ার আব্দুল কাদেরের ছেলে কামরুজ্জামান আরমান (২৫) ও স্টেডিয়াম পাড়ার মোস্তফা আল আজাদের ছেলে জুনায়েদ হোসেন।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, ২৬ মার্চ দুপুরে চুয়াডাঙ্গা পৌর শহরের হাসপাতাল সড়ক থেকে চোরচক্রের সদস্যরা আব্দুল ওয়াকিল নামে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই চোর ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে। প্রথমে যশোর কোতোয়ালি থানার চাঁদপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ আল আমিনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে যশোর থেকে জুয়েল রানা ও আবু হানিফ হাওলাদারকে আটক করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, চোরাই মোটরসাইকেল ক্রেতা মাগুরার মোহাম্মদপুর উপজেলার মাইজপাড়া গ্রামের সেলিম মোল্লার দেওয়া তথ্যে কামরুজ্জামান আরমান ও জুনায়েদ হোসেনকে আটক করা হয়। দুজনের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না পুলিশ খুঁজে বের করছে।

এসজে/এএসএম