ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১৫ আসামিকে ফুলের তোড়া দিয়ে প্রবেশনে মুক্তি

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ১০:০১ পিএম, ০৩ এপ্রিল ২০২৩

যশোরে ১৪টি মাদক মামলার ১৫ আসামির হাতে ফুলের তোড়া দিয়ে প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত। সোমবার (৩ এপ্রিল) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তিন ও চারমাসের সাজা দিয়ে ৯ শর্তে তাদের প্রবেশনে মুক্তি দেন।

আদালতের এপিপি একরামুল ইসলাম মুকুল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবেশনে মুক্তিপ্রাপ্ত আসামিরা হলেন কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের আলাউদ্দিনের ছেলে হাসান আলী, অভয়নগর উপজেলার নাউলী গ্রামের মৃত আতিয়ার রহমান শেখের ছেলে জান্নাত আলী শেখ, সদর উপজেলার তপসীডাঙ্গা গ্রামের সদর উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আক্কাস আলী, ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মওলা বক্স, মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের নওশের আলীর ছেলে কামরুল ইসলাম, সদর উপজেলার চানপাড়ার মফিজুল ইসলামের ছেলে রিপন হোসেন, অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে খালেদুল ইসলাম ও একই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শফিকুল ইসলাম গাজী, সদর উপজেলার ভগলপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে শিমুল হোসেন ও একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে সজিব হোসেন, নীলগঞ্জ সুপারিবাগান এলাকার মফিজুর রহমানের ছেলে মিরাজুল ইসলাম শেখ, মণিরামপুর উপজেলার বড় চিতলা গ্রামের মৃত আব্দুল ওয়াজেদ মোড়লের ছেলে রেজাউল ইসলাম মোড়ল, বেনাপোলের কাগজপুকুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে শাহাজাহান আলী, সদর উপজেলার হাশিমপুর গ্রামের আমজাদ আলী মোল্যার স্ত্রী শাহিদা বেগম।

আদালত সূত্র জানায়, যশোরের বিভিন্ন উপজেলার ১৪টি মাদক মামলায় এ ১৫ জন আসামি ছিলেন। মামলার পর থেকে তারা আদালতে নিয়মিত হাজিরা দিয়ে আসছিলেন। সোমবার মামলার রায়ে খালেদুল ইসলাম ও শফিক গাজীকে তিনমাস এবং বাকিদের চারমাস কারাদণ্ড দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম। এরপর আসামিদের প্রবেশনে মুক্তি দেন আদালত।

প্রবেশনকালীন শর্তগুলো হলো প্রত্যেকে নিজ এলাকার মসজিদে ইবাদত-বন্দেগি, মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, এলাকায় বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ, কেউ যাতে গ্রামের রাস্তায় ধান বা অন্য কিছু রেখে জনসাধারণের চলাচলের বাধার সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখবেন।

এছাড়া প্রবেশনে মুক্তিপ্রাপ্ত একজন নারী রমজান মাসে শিশুদের কোরআন শিক্ষা দেবেন। প্রবেশন অফিসারকে অবগত করানো ছাড়া আসামিরা এলাকার বাইরে যাতায়াত করতে পারবেন না।

মিলন রহমান/এসআর/এমএস