ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নতুন জামা কেনার টাকা না পেয়ে গলায় ফাঁস নিলো কিশোর

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৪ এপ্রিল ২০২৩

সিরাজগঞ্জে মায়ের কাছ থেকে নতুন জামা কেনার টাকা না পেয়ে শরীফ সেখ (১৫) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুটির সাতবাড়িয়া গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

শরীফ ওই গ্রামের প্রবাসী মাসুদ মোল্লার ছেলে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃর্ধা জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় কিশোরের মা রনজিদা খাতুন একটি অপমৃত্যুর ডায়েরি করেছেন।

রনজিদা খাতুন জাগো নিউজকে বলেন, ‘রোববার ঈদের কেনাকাটা করার জন্য শরীফ আমার কাছে টাকা চেয়েছিল। আমি ছেলেকে বলেছিলাম, তোমার বাবা দু-একদিনের মধ্যে বিদেশ থেকে টাকা দিলে ঈদের কেনাকাটা করবো। এতেই ছেলেটা অভিমান করে গলায় ফাঁস দিয়েছে।’

শরীফের দাদি রনো বেগম জাগো নিউজকে বলেন, ‘আমার নাতি ঈদের কেনাকাটার টাকা না পেয়ে একদিন আগে থেকেই না খেয়ে ছিল। গতকাল সন্ধ্যায় পাশের বাড়ির দরজার সামনে আমার নাতির স্যান্ডেল দেখতে পায় আরেক নাতি। এরপর ঘরে ঢুকে দেখে শরীফ গলায় ফাঁসি নিয়ে ঝুলছে। পরে ফাঁস খুলে দ্রুত এনায়েতপুর খাঁজা ইউনূস আলী মেডিকেল কলেজে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এম এ মালেক/এসআর/জিকেএস