সিলেটে স্কুলছাত্রী অপহরণ
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল আর্দশ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে অপহৃত হয়েছে। উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাই ঘর গ্রামের সৌদি প্রবাসী ইলিয়াছ উদ্দিনের মেয়ে শারমিন আক্তার।
শারমিনের চাচা ফারুক আহমদ জাগো নিউজকে জানান, প্রতিদিনের মতো গত ১ মার্চ শারমিন স্কুলে যাচ্ছিলেন। এসময় একটি সাদা প্রাইভেটকার নিয়ে ওৎ পেতে থাকা নবীগঞ্জ উপজেলার আব্দুল মতিনের ছেলে ইমরান আহমদ জোরপূর্বক শারমিনকে ওই গাড়িতে নিয়ে পালিয়ে যান। এরপর জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ফারুক।
জিডির সূত্র ধরে জৈন্তাপুর থানা পুলিশ নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আব্দুল মতিনের বাড়িতে যায়। এসময় আব্দুল মতিনের স্ত্রী রিনা বেগম পুলিশকে জানান, তার ছেলে ইমরান আহমদের সঙ্গে শারমিনের প্রেমের সম্পর্ক ছিল। পরে ইমরান মোবাইল ফোনের মাধ্যমে তার মাকে জানান তিনি শারমিনকে নিয়ে পালিয়েছেন। তবে এখনো বাড়িতে ফেরেনি। তবে কোথায় গেছেন তা বলতে পারেনি ইমরানের মা রিনা বেগম।
জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির জাগো নিউজকে জানান, গত ১ মার্চ শারমিন নামের দশম শ্রেণির এক ছাত্রী স্কুলে গিয়েছিল। পরে সে আর বাড়িতে ফিরে আসেনি। এ ব্যাপারে শারমিনের চাচা ফারুক আহমদ একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির সূত্র ধরে শুক্রবার নবীগঞ্জ উপজেলায় অভিযানও পরিচালিত হয়েছে। তবে মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ওসি আরও বলেন, শুনেছি মেয়েটির ইমরান আহমদ নামের একটি ছেলের সঙ্গে প্রেমের সর্ম্পক ছিল। তারা পালিয়ে বিয়ে করেছে।
ছামির মাহমুদ/এমজেড/আরআইপি