ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারিকেল পাড়তে গাছে উঠে প্রাণ গেলো ৭০ বছরের বৃদ্ধের

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৩

ভোলায় নারিকেল পাড়তে গাছে উঠে পড়ে গিয়ে শাহজাহান মুন্সি (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মুন্সি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির জেবল হক মুন্সির ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, বাড়ির বাগানের গাছ থেকে নারিকেল পাড়ার জন্য গাছে ওঠেন শাহজাহান মুন্সি। পরে স্লিপ কেটে গাছ থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

জুয়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস