ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই, খোলা আকাশের নিচে পরিবার

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৫ এপ্রিল ২০২৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে এক পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই। ঘর হারিয়ে অসহায় পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইটভাটায় দিনমজুর হিসেবে কাজ করেন।

jagonews24

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, বাড়িতে আগুন দেখে আমরা ছুটে আসি। তবে আগুন নেভানোর চেষ্টা করেও পারিনি। আগুনের তাপের কারণে আমরা কাছে যেতে পারেনি। এতে পরিবারটির ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।

তিনি আরও বলেন, ঘর থেকেই কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চাল, ডাল, খাতা-কলম, টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

ক্ষতিগ্রম্ত আনোয়ার হোসেন বলেন, ঘরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ঘরের আসবাবপত্র, নগদ টাকা-পয়সা সব পুড়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। পরনের লুঙ্গি ছাড়া সবকিছু পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

jagonews24

আনোয়ার হোসেনের স্ত্রী হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আগুন দেখে বাড়িতে ছুটে এসে দেখি সব পুড়ে গেছে। থাকার মতো কোনো উপায় নেই। আমরা খুব গরিব-অসহায়। আমরা নিঃস্ব হয়ে গেলাম।’

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে তাকে পুনর্বাসনের চেষ্টা করবো। পাশাপাশি তার আর্থিক সহযোগিতার জন্য হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হবে।

এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম সিদ্দিকী বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

 

রবিউল হাসান/এসআর/জিকেএস