ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে তরুণী উদ্ধার : আটক ১

প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৫ মার্চ ২০১৬

ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচারের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়।

শনিবার দুপুরে সীমান্তের গাতিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় দুই পাচারকারীকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আসামিরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আব্দুল জলিল (৩৫) ও জলিলের স্ত্রী পলাতক আসামি রোজিনা খাতুন (৩০)। উদ্ধার হওয়া তরুণী নারায়ণগঞ্জ বন্দরের শাহী মসজিদ এলাকার বাসিন্দা। তিনি একজন পোশাক শ্রমিক।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় দুই পাচারকারী স্বামী-স্ত্রী মিলে এক পোশক কর্মী তরুণীকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছে। ওই এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী আব্দুল জলিলকে আটক ও তরুণীকে উদ্ধার করা হয়। এসময় কৌশলে পালিয়ে যায় অপর পাচারকারী জলিলের স্ত্রী রোজিনা।

এ ব্যাপারে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামি পাচারের বিষয়টি স্বীকার করেছেন।

জামাল হোসেন/এআরএ/আরআইপি