ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোসাইরহাটে ৬০০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৫ মার্চ ২০১৬

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার মহেশ্বর পট্রি, দক্ষিণ কোদালপুর ও চর জালালপুর গ্রামে ৬০০ পরিবারের মাঝে পল্লী বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় মহেশ্বর পট্রি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সংযোগ উদ্বোধন করা হয়।

গোসাইরহাট পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহরাব আলী বিশ্বাস, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. শাজাহান প্রমুখ।

ছগির হোসেন/এআরএ/আরআইপি