ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন পত্র বাতিল

প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৫ মার্চ ২০১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের যাচাই-বাছাইয়ের প্রথম দিনে চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং অফিসাররা।

এর মধ্যে চেয়ারম্যান ২ জন, মেম্বার ৭ জন এবং সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ২ জন।

শনিবার ৭ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। এতে তারাপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একরামুল হকের নামে সারের ডিলারশীপ থাকায় এবং একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান মিয়ার মনোনয়ন পত্র অসম্পূর্ণ থাকায় তা বাতিল করা হয়।

এদিকে মনোনয়ন পত্র অসম্পূর্ণ থাকায় তারাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ২ জন, সোনারায় ইউনিয়নের মেম্বার প্রার্থী ১ জন, রামজীবন ইউনিয়নের মেম্বার প্রার্থী ৪ জন, ঋণ খেলাপির দায়ে ১ জনসহ মোট ৫ জন এবং ঋণ খেলাপির দায়ে ছাপড়হাটী ইউনিয়নের ১ জন মেম্বার প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়।

আগামীকাল রোববার বাকি ৭ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে।

অমিত দাশ/এমএএস/আরআইপি