রূপগঞ্জে ২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুর হোসেন ভুইয়াকে সমর্থন দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের পৃথক বর্ধিত সভায় তাদের সমর্থন দেয়া হয়।
পৃথক বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন, সাধারণ সম্পাদক বাবুল ভুইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুর হোসেন ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মীর আব্দুল আলীম/এমজেড/আরআইপি