পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়কসহ ১৩ নেতাকর্মী আটক
বিএনপি নেতা বাবুল আলম তালুকদার
নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদারসহ অন্তত ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক অন্য নেতারা হলেন, ওই উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদার ও আবদুল আজিজ, জেলা বিএনপির সদস্য আবদুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসনাত, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ওরফে হলুদ, যুগ্ম-আহ্বায়ক শাকিল হায়াত খান ওরফে বাদশা, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সোলেমান কবীর ওরফে পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জহিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. সেলিম মিয়া। বাকিদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাতে পূর্বধলা উপজেলা বিএনপি রেলগেট এলাকায় সভা করে। এসময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৩ জন নেতাকর্মীকে আটক করে। পরে থানার উপ-পরিদর্শক (এস আই) মোশারফ হোসেন বাদী হয়ে মামলা করেন। এতে আটক ১৩ জনসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. আনোয়ারুল হক বলেন, গ্রেফতার হামলা-মামলা দিয়ে বিএনপির আন্দোলনকে দমানো যাবে না। মামলা প্রত্যাহারসহ বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি।
জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করা হয়। তারা শুক্রবার রাতে মিলিত হয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিলেন।
এইচ এম কামাল/আরএইচ/এমএস