ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাটিরাঙ্গার ৭ ইউনিয়নে বিএনপির প্রার্থী ১৭

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:৩২ এএম, ০৬ মার্চ ২০১৬

মাটিরাঙ্গার সাত ইউনিয়নে বিএনপির ১৭ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে। দলীয় মনোনয়ন প্রাপ্তিকে ঘিরে সরগরম হয়ে উঠেছে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির তৃণমূলের রাজনৈতিক কর্মকাণ্ড।

এর আগে মনোনয়ন ফরম সংগ্রহের নির্ধারিত সময় ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করে সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে ৭ ইউনিয়নে ১৭ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছে বলে নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম।

তিনি বলেন, সংগ্রহকৃত মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট প্রার্থীদের সঙ্গে কথা বলে এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি ইউনিয়নে একক প্রার্থী চূড়ান্ত করে নির্ধারিত ছক অনুযায়ী জেলা বিএনপির মাধ্যমে দলের কেন্দ্রে পাঠানো হবে বলেও জানান মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম।   

মাটিরাঙ্গার সাত ইউনিয়নে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ৭ জন প্রার্থীর বিপরীতে ১৭ সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে বেলছড়ি ইউনিয়নে সর্বাধিক ৪ জন দলীয় মনোনয়ন ফরম জমা দিলেও উপজেলার আমতলী ইউনিয়নে একজন মাত্র দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

তাইন্দং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সিরাজী, তাইন্দং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, তাইন্দং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনির। তবলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আলী হোসেন বকুল, তবলছড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম।

বড়নাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল মতিন ও মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন জালাল।

আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান হাজী মো. ইয়াছিন মোল্লা। দ্বিতীয় কোন প্রার্থী না থাকায় তিনিই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন এটা প্রায় নিশ্চিত।

গোমতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবুল ফজল ভুইয়া, গোমতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ আলম।  বেলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন সবুজ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হারুনুর রশিদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী মেম্বার, বেলছড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. নজির আহম্মদ (নজির কোম্পানি) ।  

মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরুন বিকাশ ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বীর মোহন ত্রিপুরা।  

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ইতিহাসের অংশ হতে চায় এসব প্রার্থীরা। আর এ জন্যই দলীয় মনোনয়ন ফরম জমা দেয়ার পর অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশী আগ্রহী দেখা গেছে তরুণ প্রার্থীদের। তাদের মতে, তরুণ প্রার্থীদের মনোনয়ন দেয়া হলে জয় অনেকটাই সহজ হবে।

তবে অনেকের মতে, প্রার্থী নির্বাচনে ভুল করলে পৌরসভা নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি হতে পারে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত মাটিরাঙ্গার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও।

এসএস/এমএস