ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় বিএনপির কর্মসূচির আগে হামলা, আহত ২৫

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৮:২০ পিএম, ০৮ এপ্রিল ২০২৩

ভোলায় বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে ভোলা শহরের নতুন বাজার সংলগ্ন জেলা বিএনপির সদস্য সচিবের অফিসে সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন।

তিনি বলেন, সারাদেশের মতো ভোলার মনপুরা উপজেলায় ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচি তার নেতৃত্বে হওয়ার কথা ছিল। কিন্তু কর্মসূচি শুরু হওয়ার আগেই মনপুরা উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠি ও রড দিয়ে তাদের ওপর হামলা চালান। এতে তাদের প্রায় ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে কেউ হাসপাতালে ভর্তি হননি। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান নুরুল ইসলাম নয়ন।

তবে অভিযোগ অস্বীকার করে মনপুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুদ্দিন সাগর বলেন, বিএনপির নুরুল ইসলাম নয়ন ও ভোলা-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ কর্মসূচি পালনকে কেন্দ্র করে তারা মারামারিতে জড়িয়েছেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম