ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় বিএনপির কর্মসূচিতে হামলা, কেন্দ্রীয় নেতাসহ আহত ১০

উপজেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ১১:৫৭ পিএম, ০৮ এপ্রিল ২০২৩

যশোরের শার্শায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে অতর্কিত এ হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর হাসপাতালে নেওয়া হয়।

আহত অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরের নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

বিএনপির অভিযোগ, যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে উপজেলা যুবলীগের নেতারা দাবি করেছেন, এ হামলার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নন।

উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক আবুল হাসান জহির বলেন, ‘পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেই আমরা কর্মসূচি করছিলাম। দুপুরের দিকে যুবলীগের ১০-১৫ জন নেতাকর্মী লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

তবে হামলার সঙ্গে যুবলীগের নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেছেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহেদুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের কোনো নেতাকর্মী এ হামলার সঙ্গে জড়িত নয়। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে মারামারি হতে পারে।’

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

এদিকে, খবর পেয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা নেতারা শার্শা হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর নিয়ে আসেন।

মো. জামাল হোসেন/এএএইচ