ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে হত্যা, লুটপাট

প্রকাশিত: ০৫:১৪ এএম, ০৬ মার্চ ২০১৬

চট্টগ্রামের বায়েজিদে পারভিন আক্তার (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার পর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর রউফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পারভিন তার ৮ বছর বয়সী শিশু সন্তানকে নিয়ে একাই ছিল বাসায়। দুষ্কৃতিকারীরা রাতে ঘরে ঢুকে তাকে হত্যার পর বাসা থেকে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন প্রতিবেশীদের বরাত দিয়ে জানান, পারভিনের ছেলে নূর মোহাম্মদ সাঈদের কান্নাকাটি শুনতে পেয়ে পারার লোকজন তার ফ্ল্যাটে এসে দেখেন, তার নিথর দেহ ফ্লোরে পড়ে আছে। তারপর তারা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় পারভিনের ফ্ল্যাটে তিনি ও ছেলে সাঈদ ছাড়া অন্য কেউ ছিল না বলেও জানান তিনি।

পারভিনের ছেলে সাঈদ বলছে, কেউ একজন রাতে এসে তার মাকে গলাটিপে হত্যা করেছে। ময়না দন্ত রিপোর্ট না এলে কিছু বলতে পারছি না। তবে সাঈদের কথার সূত্র ধরে আমরা এগোব।

এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ছাড়া এখনো পর্যন্ত  মামলা করেনি কেউ।  নিহত পারভিন আক্তারের স্বামী নুরুল আলম দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী।

নুরুল আলমের ভাতিজা মামুন জানান, খুনের ঘটনার পর তার মামীর বাসায় ব্যাপক লুটপাটও হয়েছে। স্টিলের আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বেশকিছু মালামালে চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।

জীবন মুছা/জেএইচ/এমএস