ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় মোটরসাই‌কেল দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৪:০০ এএম, ১০ এপ্রিল ২০২৩

ভোলায় বা‌ড়ি ফেরার প‌থে মোটরসাই‌কেল দুর্ঘটনায় মো. শিবলু ব্যাপারী (২৬) না‌মে এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় মোটরসাই‌কেলে থাকা মো. জিহাদ না‌মে অপর একজন আহত হ‌য়ে জেলার সদর হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধীন।

নিহত শিবলু ব্যাপারী ব‌রিশাল জেলার মে‌হে‌ন্দিগঞ্জ উপ‌জেলার আ‌লিমাবাদ গ্রা‌মের মো. আব্দুর র‌বের ছে‌লে।

রোববার (৯ এ‌প্রিল) রাত ১০টার দি‌কে ভোলা সদ‌রের প‌শ্চিম ই‌লিশা ইউ‌নিয়‌নের হাওলাদার মা‌র্কেট সংলগ্ন ধান‌সি‌ড়ি সড়‌কে এ ঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষদর্শী ও পু‌লিশ জানায়, শিবলু ব্যাপারী মোটরসাই‌কেল চা‌লি‌য়ে ভোলার শহর থে‌কে মে‌হে‌ন্দিগ‌ঞ্জের আ‌লিমাবাদে ফির‌ছি‌লেন। রাত ১০ টার দি‌কে প‌শ্চিম ই‌লিশার হাওলাদার মা‌র্কেট সংলগ্ন ধান‌‌সি‌ড়ি সড়‌কে মোটরসাই‌কেল‌টি নিয়ন্ত্রণ হারিয়ে পা‌শে দাঁ‌ড়ি‌য়ে থাকা একটি রোলা‌র‌কে ধাক্কা দেয়। এ‌তে ঘটনাস্থ‌লেই শিবলু ব্যাপারী নিহত হয়। অন্যদিকে আহত অবস্থায় জিহাদ‌কে উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন স্থানীয়রা।

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মো: শাহীন ফ‌কির ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।

জু‌য়েল সাহা বিকাশ/এমএসএম