ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে ইনসেপটার ডিপো অফিসে ডাকাতি

প্রকাশিত: ০৭:০৯ এএম, ০৬ মার্চ ২০১৬

বরিশালের সিঅ্যান্ডবি সড়ক এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যাল ও ইনসেপটা হাইজিং অ্যান্ড হসপিটাল লিমিটেড এর বিভাগীয় ডিপো অফিস থেকে প্রায় ৭০ লাখ টাকা এবং ওষুধ ভর্তি একটি কাভার্ড ভ্যান লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ সিকিউরিটি গার্ডকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী অফিস স্টাফ সোহরাব হোসেন জানান, শনিবার রাত ২ টা নাগাদ ১৪/১৫ জনের একটি ডাকাতদল অফিস সংলগ্ন পার্শ্ববর্তী ভবন থেকে ভেতরে প্রবেশ করে অফিস রক্ষীদের বেঁধে ফেলে বেদম মারধর করে। তাদের হাতে ছিল পিস্তলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র। এরপর ডাকাতরা ৪ তলা অফিস ভবনের ১২টি কক্ষ ভেঙে ২৪টি লকার থেকে নগদ ৭০ লাখ টাকার বেশি নিয়ে যায়। লকারে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার রাত পর্যন্ত ৪০ জন ডেলিভারি স্টাফদের জমা দেয়া টাকা ছিল। এ সময় তারা অফিসের সব সিসি ক্যামেরা ভেঙে এর ৪০টি হার্ডডিস্ক নিয়ে যায়। ডাকাতি শেষে রাত সাড়ে ৩টা নাগাদ বের হয়ে অফিসের সামনে থাকা ওষুধ ভর্তি একটি কাভার্ট ভ্যান নিয়ে চলে যায় ডাকাত দল।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি) আনসার উদ্দিন জানান, ডাকাতদের ধরতে পার্শ্ববর্তী সব জেলায় খবর দেয়া হয়েছে। ডাকাতি হওয়া কাভার্ড ভ্যান বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

সাইফ আমীন/এসএস/এমএস