ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ১২:০২ পিএম, ১১ এপ্রিল ২০২৩

দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৭টার সময় চিরিরবন্দর উপজেলার দশমাইল-সৈয়দপুর মহাসড়কের রাণীরবন্দর ইছামতি ডিগ্রী কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রশান্ত রায় (১৫) চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের ক্ষেণপাড়া গ্রামের শ্যামল রায়ের ছেলে ও আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে প্রশান্ত রায় বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। সকাল ৭টার সময় ইছামতি কলেজ মোড় বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে বাইসাইকেল নিয়ে রাস্তায় ছিটকে পড়ে প্রশান্ত রায় মারা যায়।

এই ঘটনায় স্থানীয়রা মহাসড়কে ব্যারিকেট দেয়। এতে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালিদ হাসান ও থানার ওসি মো. বজলুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার পাশাপাশি মহাসড়কে যান চালাচল স্বাভাবিক করেন। এ সময় তারা নিহত প্রশান্ত রায়ের বাড়িতে যান ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

এমদাদুল হক মিলন/এফএ/জিকেএস