ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাপের কামড়ে প্রাণ গেলো দেড় বছরের শিশুর

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ১২:৪১ পিএম, ১১ এপ্রিল ২০২৩

মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে রাফিয়া খান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) রাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের রাকিব খানের মেয়ে রাফিয়া খান সোমবার রাত ৮টার দিকে ঘরের সিঁড়িতে পা ঝুলিয়ে বসেছিল। এ সময় শিশুটি চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে আসে। এ সময় দেখে সিঁড়ির নিচ দিয়ে সাপ চলে যাচ্ছে এবং শিশুটির পায়ে কামড়ের চিহ্ন দেখতে পায়। এর কিছুক্ষণ পরই শিশুটি বমি করতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে রাতে শিশুটি মারা যায়।

শিশুটির বাবা রাকিব খান বলেন, ঘরের দরজার সামনের সিঁড়িতে গিয়ে বসার পরই আমার মেয়ের পায়ে সাপ কামড় দেয়। আমার একমাত্র মেয়েকে আমরা বাঁচাতে পারলাম না।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম