শিশুকে মোটরসাইকেলের ধাক্কা, পরে চাপা দিয়ে চলে গেলো অটোরিকশা
ফাইল ছবি
রাজবাড়ী সদর উপজেলার দাদশীর সিংগা বাজার-কামালপুর সড়কে অটোরিকশার চাপায় নুসরাত (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে সিংঙা বাজারের অদূরে বীর মুক্তিযোদ্ধা হাকিম মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিশু নুসরাত দাদশীর সিংঙা গ্রামের নয়ন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বীর মুক্তিযোদ্ধা হাকিম মিয়ার বাড়ির সামনে খেলা করছিল শিশু নুসরাত। একপর্যায়ে পাকা রাস্তায় চলে আসে। দ্রুতগতির একটি মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে। এসময় পেছন থেকে আসা একটি অটোরিকশা চাপা দিলে গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/এসআর/এমএস