ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারীর পেট থেকে বের হলো ৩২৪০ পিস ইয়াবা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১১ এপ্রিল ২০২৩

বিশেষ কায়দায় পেটে মাদক ভরে কক্সবাজার থেকে নোয়াখালী যাওয়ার পথে সীমা আক্তার (২২) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। পরে তার পেট থেকে তিন হাজার ২৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (১০ এপ্রিল) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বেগমগঞ্জের চৌমুহনী এলাকায় বাঁধন পরিবহনের বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

সীমা আক্তার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া গ্রামের ফকির আহমদের মেয়ে ও ইসমাইল হোসেন প্রকাশ শাহ আলমের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাস তল্লাশি করে সীমা আক্তারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার পেটে ৭২ পোঁটলায় ৪৫ পিস করে তিন হাজার ২৪০ পিস ইয়াবা রয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে ১২ ঘণ্টার চেষ্টায় ইয়াবাগুলো বের করা হয়।

সহকারী পরিচালক আবদুল হামিদ আরও বলেন, সীমা পেটে করে নোয়াখালী সদরের বিনোদপুরের মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন রনির (৩২) ইয়াবা বহন করে আনছিলেন। রনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুর রবের ছেলে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস