ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্র্যান্ডের মোড়কে নকল সেমাই, জরিমানা সাড়ে ৪ লাখ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১২ এপ্রিল ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই তৈরি ও ব্র্যান্ডের মোড়ক নকল করে বাজারজাতের অপরাধে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত।

তিনি জাগো নিউজকে বলেন, ঈদকে সামনে রেখে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই তৈরি এবং নামি ব্র্যান্ডের মোড়ক নকল করে বাজারজাতের অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা পেয়ে চৌমুহনী পৌরসভার দক্ষিণ হাজীপুর এলাকার আনন্দ, বিউটিফুল, কর্ণফুলী নামে সেমাই কারখানাকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও বলেন, সেমাই তৈরিতে শরীরের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়। স্যাঁতসেঁতে এসব কারখানার বিএসটিআই অনুমোদন নেই। এছাড়া তারা বনফুলের আদলে প্যাকেট তৈরি করে মেয়াদহীন সেমাই বাজারজাতের মাধ্যমে প্রতারণা করে আসছিল। অভিযানে বনফুলের আদলে বানানো অনেক নকল প্যাকেট জব্দ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম