খাগড়াছড়ি
জলে ভাসলো মঙ্গলের ফুল
মঙ্গল কামনায় পানিতে ফুল ভাসান বিভিন্ন বয়সের মানুষ
রাতের আঁধার কেটে পুব আকাশে সূর্য উঠছে মাত্র। ভোরের আলো ফুটতেই ঐতিহ্যবাহী পোশাক পরে দল বেঁধে ছুটছে চাকমা সম্প্রদায়ের তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সী মানুষ। বর্ণিল সাজে মায়ের হাত ধরে ফুল হাতে ঘর থেকে বেরিয়ে আসছে শিশুরাও। সবার গন্তব্য চেঙ্গী, মাইনী আর ফেনী নদী ছাড়ও বিভিন্ন ছড়া-খাল। সেখানেই মঙ্গল কামনায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসাবে সবাই।
বুধবার (১২ এপ্রিল) গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মাধ্যমে পাহাড়ে শুরু হয়েছে বৈসাবি উৎসবের মূল আনুষ্ঠানিকতা। ফুল বিজুকে ঘিরে পাহাড়ি জেলা খাগড়াছড়ি পরিণত হয়েছে উৎসবের জনপদে।
ফুল বিজু চাকমাদের উৎসব হলেও নদী তীরে সমবেত হয়েছেন বাঙালি, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের হাজারো মানুষ। সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে খাগড়াছড়িতে এ উৎসব সর্বজনীন রূপ নিয়েছে।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নারীরা বাহারি রঙের ঐতিহ্যবাহী রিনাই-রিসা, পিনোন-হাদি পরে আর ছেলেরা ধুতি, পাঞ্জাবি/ফতুয়া পরে নদীপাড়ে আসেন। সবার হাতে বন থেকে সংগ্রহ করা বিজু ফুল ছাড়াও মাধবীলতা, অলকানন্দা, রঙ্গন ও জবাসহ বাহারি রঙের ফুল। গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানান তারা। ফুল উৎসবকে ঘিরে এদিন খাগড়াছড়ির চেঙ্গী, মাইনী আর ফেনী নদীর তীরে হাজারও মানুষ ভিড় করে।
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া উৎসবে সামিল হয়ে নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা করেন।

বৈসাবি উৎসবের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ত্রিপুরা জনগোষ্ঠীর হারি বৈসু পালিত হবে। এদিন ঘরে ঘরে রান্না হবে বিশেষ পাঁচন। আর মন্দিরে মন্দিরে চলবে ধর্মীয় আচার অনুষ্ঠান। বাংলা নববর্ষের প্রথম দিনে শুক্রবার পালিত হবে মারমাদের সাংগ্রাই উৎসব। এদিন মারমা সম্প্রদায়ের লোকজন মেতে উঠবে ওয়াটার ফেস্টিভাল বা জলকেলী উৎসবে।
সব দুঃখ, পাপ, তাপ, কালিমা ধুয়ে-মুছে দিতে একে-অপরের দিকে পানি ছুড়বেন। আর তরুণ-তরুণীরা ভালোবাসার মানুষের গায়ে পানি ছিটিয়ে ভালোবাসার প্রকাশ ঘটাবেন।
এছাড়া নতুন বছরের প্রথম দিন বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বাংলার ঐতিহ্যকে ধারণ করে পাহাড়ি জেলা খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এসজে/এমএস