ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১২ এপ্রিল ২০২৩

পার্বত্য খাগড়াছড়িতে পিকআপের (সাজেক পরিবহন) সঙ্গে ভাড়ায়চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউনুছ মিয়া (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গার গোমতির বান্ধরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুছ মিয়া মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের রত্নাটিলা এলাকার বাসিন্দা সাহাব মিয়ার ছেলে। তিনি মাটিরাঙ্গা কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউনুছ মিয়া ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে গোমতি বাজারে যাচ্ছিলেন। বান্ধরছড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউনুছ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক ইয়াছিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর থেকে পিকআপ চালক ও হেলপার পলাতক। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস