ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পানির লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১২ এপ্রিল ২০২৩

মাদারীপুরে ফেটে যাওয়া পানির লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম সরদার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে শহরের শকুনী লেকের দক্ষিণপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম সরদার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বালিগ্রামের সিদ্দিক সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অস্থায়ী চুক্তিতে মাদারীপুর পৌরসভার পানির লাইন মেরামতের কাজ করতেন।

পুলিশ, পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের শকুনী লেকের দক্ষিণপাড়ে ফেটে যাওয়া পানির লাইন মেরামত কাজ শুরু করেন শামীম সরদার। এসময় সেচ পাম্পের সাহায্যে পানি অপসারণের করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর পৌরসভার সচিব ও তথ্য প্রদানকারী কর্মকর্তা খোন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস বলেন, শামীম পৌরসভার একজন দক্ষ শ্রমিক ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে পৌরসভার এক কর্মী মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এমআরআর/জিকেএস