ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনা আইনজীবী সমিতির সভাপতি বাহাদুর, সম্পাদক আতিক

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৪:২২ এএম, ১৫ এপ্রিল ২০২৩

বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আক্তারুজ্জামান বাহাদুর সভাপতি ও আতিকুল হক আতিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৪ এপ্রিল) সমিতির হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি মিজানুর রহমান মজনু, মশিউর রহমান ও মো. মহসিন; যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, নিগাদ সুলতানা লাকি ও মাহবুবুর রহমান মঈন, গ্রন্থাগার সম্পাদক কবির হোসেন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ইসমাইল হোসেন রাসেল, মহিলাবিষয়ক সম্পাদক উম্মে সালমা খান নাতাশা।

সদস্য নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন, সাইফুল ইসলাম, ওয়াসিম ও রুহুল ইসলাম হাওলাদার।

এসআর