ফুলগাজী উপজেলা চেয়ারম্যান বহিষ্কার
ইউনিয়ন পরিষদের মনোনয়নপত্র ক্রয়ে ও জমা দিতে বাধা, কর্মকর্তা-কর্মচারীকে লাঞ্ছিত এবং নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীমকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রোববার দুপুরে এই সংক্রান্ত একটি ই-মেইল বার্তা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ আমিন উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার একই অভিযোগে উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীমসহ স্থানীয় ১৪ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ফুলগাজী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফেনী জেলা পুলিশ সুপার (এসপি) রেজাউল হক জানান, ইসির নির্দেশে অনুযায়ী মামলা দায়ের করার পর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত বুধবার উল্লেখিত কারণে ফুলগাজী উপজেলার ছয়টি ইউপির নির্বাচন বন্ধ করে দেয়ার আর্দেশ দেয় ইসি। একই বিষয়ে ইসি স্থানীয় সরকার বিভাগকে চিঠিতে নির্দেশ প্রদান করেছেন যে, রাষ্ট্রের স্বার্থের হানিকর কার্যক্রম করায় তাকে তার পদ থেকে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
জহিরুল হক মিলু/এআরএ/পিআর