ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৬ মার্চ ২০১৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মনোনয়ন বঞ্চিত অপর তিন আওয়ামী লীগ প্রার্থীসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শনিবার দুর্গাপুর বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক মঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ সরকার, দফতর সম্পাদক দুলাল হোসেন, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, যুবলীগ সভাপতি মশিউর রহমান, ছাত্রলীগ সভাপতি শামীম আহসানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা।

লিখিত অভিযোগে জানানো হয়, গত ১৬ ফেব্রুয়ারি দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রার্থী চূড়ান্ত না করে পরিকল্পিতভাবে সভা ভেঙে দেয়া হয়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের একজন নেতার মদদে ইউনিয়ন থেকে ১০ কিলোমিটার দূরবর্তী স্থানে অনেকটা গোপনে মোটা অংকের টাকা খরচ করে কিছু লোকজন জড়ো করে ভুয়া নির্বাচন দেখিয়ে আওয়ামী লীগের বাইরের ব্যক্তি বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদকে মনোনয়ন দেয়া হয়।

মনোনয়ন বঞ্চিতরা অভিযোগ করে বলেন, সাইফুল ইসলাম সাঈদ কোনো দিনই আওয়ামী লীগের কোনো পর্যায়ের কর্মী ছিলেন না। এমনকি তার পরিবারের কেউ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নয়। তারা আরও অভিযোগ করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সাইফুল ইসলাম সাঈদ শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তার দাদা দুখা মিয়া মুসলিম লীগের একজন সক্রিয় নেতা হিসেবে শান্তি কমিটির সদস্য ও রাজাকার ছিল। এছাড়াও তার বিরুদ্ধে এলজিএসপি-২ প্রকল্পের ১৪ লাখ ৮ হাজার ৭শ ৫৬ টাকা আত্মসাতের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। জেলা প্রশাসক আত্মসাতকৃত টাকা ফেরত দেয়ার আদেশ দিলেও তা এখনও ফেরত দেয়নি। এমনকি দুর্নীতি দমন কমিশনেও তার দুর্নীতির অভিযোগ আছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এমন একজন ব্যক্তিকে কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হলে নির্বাচন কমিশনের চূড়ান্ত বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হওয়ার সম্ভাবনা শতভাগ। তার বিভিন্ন অপকর্মে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি দুর্গাপুর ইউনিয়নে নৌকার ভরাডুবি অবশ্যম্ভাবী। তাই প্রকৃত আওয়ামী লীগ কর্মীদের মাঝ থেকে মনোনয়ন দেয়ার দাবী জানান তারা।

এআরএস/এবিএস